সমন জারির পদ্ধতি
[Summons how served]
১। ফৌজদারী কার্যবিধি আইনের ৬৯(১) ধারা ও পিআরবি প্রবিধান ৪৭১(ঘ) অনুসারে যার নামে সমন দেওয়া হবে, সম্ভব হলে সমনের দুই ২ কপির মধ্যে ১টি কপি তার নিকট প্রদান করা করে সমন জারি করতে হবে।
[The summons shall, if practicable, be served personally on the person summoned, by delivering or tendering to him one of the duplicates of the summons.]
২। ফৌজদারী কার্যবিধি আইনের ৬৯(২) ধারা অনুসারে যাদের উদ্দেশ্যে সমন জারি করা হবে, তারা সমনের ০২(দুই)টির মধ্যে ১টি কপিতে স্বাক্ষর করে প্রাপ্তি স্বীকার করবেন।
[Every person on whom a summons is so served shall if so required by the serving officer, sign a receipt therefor on the back of the other duplicate.]
৩। ফৌজদারী কার্যবিধির ৬৯(৩) ধারা অনুসারে কোন প্রতিষ্ঠান বা কোম্পানির ওপর সমন জারি করতে হলে প্রতিষ্ঠান সেক্রেটারি বা কোম্পানির ম্যানেজারের নিকট পৌঁছে দিলে বা ডাকযোগে প্রেরণ করলে সমন জারি হয়েছে মর্মে বিবেচিত হবে।
[Service of a summons on an incorporated company or other body corporate may be effected by serving it on the secretary, local manager or other principal officer of the corporation or by registered post letter addressed to the chief officer of the corporation in Bangladesh. In such case the service shall be deemed to have been effected when the letter would arrive in ordinary course of post.]
৪। ফৌজদারী কার্যবিধির ৭০ ধারা অনুসারে সমন যার ওপর জারি করা হয় তাকে না পাওয়া গেলে তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের সমনের ১টি কপি প্রদান করে অপর কপিতে স্বাক্ষর নিতে হবে।
[Where the person summoned cannot by the exercise of due diligence be found, the summons may be served by leaving one of the duplicates for him with some adult male member of his family, and the person with whom the summons is so left shall, if so required by the serving officer, sign a receipt therefore on the back of the other duplicate.]
৫। ফৌজদারী কার্যবিধি আইনের ৭১ ধারা মতে সমন যার ওপর জারি করা হবে তাকে বা তার পরিবারের কোন প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যকে পাওয়া না গেলে ঘরের দরজায় বা প্রকাশ্য কোন স্থানে ০২(দুই) জন সাক্ষীর উপস্থিতিতে ০২(দুই) টি কপির ০১টি লটকিয়ে অপরটি কোর্টে ফেরত দিতে হবে।
[If service in the manner mentioned in sections 69 and 70 cannot by the exercise of due diligence be effected, the serving officer shall affix one of the duplicates of the summons to some conspicuous part of the house or homestead in which the person summoned ordinarily resides; and thereupon the summons shall be deemed to have been duly served.]
৬। ফৌজদারী কার্যবিধির ৭২ ধারা [পিআরবি ৪৭১(ঙ)বিধিতে 'A summons on a railway servant or a servant of the Crown shall be served through the head of his department.'বর্ণিত আছে] অনুসারে সরকারি কর্মচারীর ওপর সমন জারি করার পদ্ধতি নিম্নরূপে হতে হবে-
- যে অফিসে কর্মরত তার প্রধানের নিকট ছুটির আবেদন করতে হবে।
- অফিস প্রধান যার উদ্দেশ্যে সমন জারি করা হয়েছে তার নিকট হতে ০১(এক) টি কপি প্রদান করবেন।
- সমন যার নিকট জারি করা হয়েছে তার নিকট হতে ০১টি কপিতে স্বাক্ষর নিয়ে তা সংশ্লিষ্ট কোর্টে ফেরত প্রদান করবেন।
৭। স্থানীয় সীমানার বাইরের সমন জারি করার ক্ষেত্রে কি করতে হতে সেই পদ্ধতি ফৌজদারী কার্যবিধির ৭৩ ধারাতে বর্ণিত রয়েছে। যেমন-
- যে স্থানের সমন জারি করবেন ওই স্থানের ম্যাজিস্ট্রেটের নিকট সমনের ০২টি কপি প্রদান করবেন।
- এক্ষেত্রে স্থানীয় ম্যাজিস্ট্রেট যথাযথ প্রক্রিয়ায় সমন জারি করবেন।
- আদালতের সমন[Court summons]
- সিভিল সমন[Civil summons]
- প্রশাসনিক সমন[Administrative summons]
- Criminal summons
- Citation summons
- ট্রাফিক সমন[Traffic summons]
- জুরি সমন[Jury summons]
0 Comments